Thursday, December 24, 2020

বড়দিনের শুভেচ্ছা...উকিল, তানোর , রাজশাহী।

 “❦~শুভ বড়দিন~❦

''এই শীতের সকালে তোমার
  ব​ড়দিনটা ভালো কাটুক।”

“তুমি আমার বন্ধু যীশু,
তুমি মম সাথী,
অন্ধকারে তুমি যে মোর
পথ দেখানো বাতি।
শুভ বড়দিন
“❦~Merry Christmas~❦
বিশ্বপিতা তুমি হে প্রভু,
আমাদের প্রার্থনা এই শুধু,
তােমারি করুণা হতে বঞ্চিত না হই কভু।”
“আমার তরফ থেকে
তােমাকে ও তােমার পরিবারের
সকলকে ২৫-শে ডিসেম্বর
শুভ বড়দিনের শুভেচ্ছা রইলো।”
ক্রিসমাস হলো এমন
একটা যাদুর কাঠি
যার পরশে পৃথিবীর সকল
মানুষকে ছুয়ে যায়
আর দেখায় সুখ,
সান্তি ও সমৃদ্ধির পথ।”
“বিপদ তোমাকে এড়িয়ে যাক,
বিধাতা তোমায় রক্ষা করুক
সর্গ তোমার অপেক্ষায় থাকুক,
ভালোবাসা তোমায় ছুয়ে যাক
এই বড়দিনে।”
“প্রত্যাশা করি সুন্দর একটি দিনের,
যে দিনটা শুধু তোমার হবে
প্রত্যাশা করি সুন্দর একটি সময়ের,
যেটা তোমার কথাই বলবে।”
“শত্রু তোমার বন্ধু হোক,
বন্ধু যে, সে আরো কাছে আসুক
বিপদে ধৈর্য ধরার শক্তি
যেন প্রভু তোমাকে দেয়,
সব বাধা পিছনে ফেলে
যেন সুন্দর জীবন গড়তে
পারো সেই প্রত্যাশা করি।”
“সুন্দর একটা মাসের নাম ডিসেম্বর
সব মুহূর্ত কাটুক তোমার অনাড়ম্বর
বড়ো দিনের আনন্দে ধুয়ে যাক সব কষ্ট
মধুর হোক তোমার প্রতিটি মুহূর্ত
Happy Merry Christmas

এই বড়দিনটি তােমার জীবনে
নিয়ে আসুক
অনেক অনেক শুভেচ্ছা,
তুমি ও তােমার পরিবার
সদা যেন সুখে থাকো।”









দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার পরিকল্পনা করেছিল .... ফোরকান

  অনলাইনে বিভিন্ন সিক্রেট অ্যাপ ব্যবহার করে বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হাসান ওরফে রাজু ওরফে ইসমাঈল ...