Wednesday, March 24, 2021

তানোরে আদিবাসী যুবতীকে শ্লীলতাহানি......!

 রাজশাহীর তানোরের দেউল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মোবারক আলীর বিরুদ্ধে আদিবাসী যুবতীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। তানোর পৌর এলাকার বেলপুকুর (তালন্দ উপরপাড়া) গ্রামে এই ঘটনা ঘটেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃস্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, শিক্ষকের দৃস্টান্তমুলক শাস্তির দাবি করে আদিবাসী পল্লীর বাসিন্দারা বিক্ষুব্ধ  প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে ভিকটিমের স্বজনরা বলেন, এই বিষয়ে কোনো মামলা বা জানাজানি  হলে তাদের এলাকাছাড়া করা হবে বলে প্রতিনিয়ত তাদের হুমকি দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, গত ১ মার্চ  (সোমবার)  দুপুরে ওই আদিবাসী যুবতী মোবারক আলীর বাড়ির পাশের পুকুর পাড়ে পাতা কুড়াতে যায়। এ সময় মোবারক ওই যুবতীকে কু-প্রস্তাব দেয় তবে সাঁড়া না পেয়ে  হাতধরে টানাটানি ও শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে তার শ্লীলতাহানী ঘটায়।

এ ঘটনায় ওই যুবতী থানায় অভিযোগ করতে চাইলে তার পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে অভিযোগ করা থেকে বিরত রাখা হয় বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী বলেন, গত ৫ মার্চ শুক্রবার তানোর পৌর মেয়র ইমরুল হকের বাড়িতে বসে গ্রাম্যসালিসে বড় অঙ্কের টাকা জরিমানা করে ঘটনা ধাঁমাচাপা দেয়া হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইন্চার্জ ওসি রাকিবুল হাসান বলেন, এবিষয়ে তিনি অবগত নন তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ইভটিজিং, শ্লীলতাহানী, ধর্ষন বা ধর্ষণের চেস্টা ইত্যাদি আপোষ যোগ্য অপরাধ নয়।

এবিষয়ে পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাছির মন্ডল বলেন, তার কাছে তারা অভিযোগ করেছিল, তবে পরে তাকে না জানিয়ে গোপণে মেয়রের বাড়িতে বসে আপোষ করেছে। এবিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও মেয়র ইমরুল হকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।




Tuesday, March 16, 2021

তানোরে আলুর জমিতে নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে প্রশিক্ষণ বিমান.............!

 রাজশাহীর তানোর উপজেলায় একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে তানোরের লালপুর ও আড়াদীঘি গ্রামের মাঝামাঝি স্থানে আলুর ক্ষেতে বিমানটি আছড়ে পড়ে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বিমানে একজন পাইলট এবং একজন প্রশিক্ষণার্থী ছিলেন। তারা দুজনেই সুস্থ আছেন। চেসনা-১৫২ মডেলের এই বিমানটি বাংলাদেশ ফ্লাইং ক্লাবের।

রাজশাহীর হযরত শাহমখদুম (রহ.) বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ ফ্লাইং ক্লাব প্রশিক্ষণ কার্যক্রম চালায়। আজ মঙ্গলবার দুপুরে এই বিমানবন্দর থেকেই বিমানটি ওড়ে। তানোরে গিয়ে সেটি আলুক্ষেতে আছড়ে পড়ে। বিমানটি সেখানে উপুড় হয়ে পড়ে আছে।

বাংলাদেশ ফ্লাইং ক্লাবের রাজশাহীর প্রশিক্ষক ক্যাপ্টেন মাহফুজুর রহমান বিমানে ছিলেন। তার সঙ্গে ছিলেন ক্যাডেট নাহিদ এরশাদ। ক্যাপ্টেন মাহফুজুর রহমান মুঠোফোনে বলেন, আমরা সুস্থ আছি। আমরা ঘটনাস্থলেই আছি। কীভাবে, কেন দুর্ঘটনা ঘটেছে সেসব বিষয়ে পরে কথা বলা যাবে।

এর আগে গত ৯ জানুয়ারি রাজশাহী বিমানবন্দরেই ল্যান্ড করার সময় বাংলাদেশ ফ্লাইং ক্লাবের একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানটির চাকা ভেঙে পড়ে। তবে কেউ হতাহত হননি। ২০১৫ সালেও এই সংস্থার একটি বিমান রাজশাহীর বিমানবন্দরে আছড়ে পড়ে। এতে নারী প্রশিক্ষণার্থী নিহত হন।



Thursday, March 11, 2021

খেজুর গাছের মাথায় নামাজ পড়ে হৈচৈ ফেললেন যুবক....!

 রাজশাহীর তানোরে খেজুর গাছের মাথায় উঠে নামাজ পড়ে হৈচৈ ফেললেন আব্দুর রহিম (২৮) নামের এক যুবক।

সোমবার (০১ মার্চ) বিকালে তানোর পৌর এলাকার কুঠিপাড়া গ্রামে একটি ৩০ ফুট উঁচু খেজুর গাছের মাথায় নামাজ পড়ার এমন দৃশ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রহিম বর্তমানে মোহনপুর উপজেলার মৌগাছি এলাকায় বসবাস করছেন।

যুবকের নামাজ পড়ার এমন দৃশ্য দেখতে শত শত লোক ভিড় জমায়। নামাজ পড়ার পর বাংলাদেশের পতাকা উড়িয়ে শহীদদের সম্মানও জানান তিনি। এসময় উপস্থিত জনতাও করতালি দিয়ে তাকে সম্মান জানান। সবমিলিয়ে আধাঘণ্টা খেজুর গাছের উপরে তিনি বিভিন্ন খেলা দেখান।

কুঠিপাড়া গ্রামের সাগর আলী রুবেল, হাজী জালাল উদ্দীনসহ কয়েকজন বলেন, ‘খেজুর গাছে অনেক কাটা আছে কিন্তু আব্দুর রহিমের গায়ে কোনো কাটা লেগে রক্ত বের হয়নি। গাছের উপর নামাজ পড়াসহ বিভিন্ন খেলা দেখিয়ে সুস্থ অবস্থায় খেজুর গাছ থেকে নামেন তিনি’।

যুবক আব্দুর রহিম বলেন, ‘আল্লাহ ওপর ভরসা করে জীবনের ঝুঁকি নিয়ে খেজুর গাছের উপর খেলা দেখাই। আমার খেলা দেখে কেউ চাল, কেউ টাকা দেয়। যে যা দেন তা দিয়ে আমার সংসার চলে। আমার জন্মস্থান বগুড়ায়। বর্তমানে মোহনপুর উপজেলার মৌগাছি এলাকায় বসবাস করছি’।



দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার পরিকল্পনা করেছিল .... ফোরকান

  অনলাইনে বিভিন্ন সিক্রেট অ্যাপ ব্যবহার করে বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হাসান ওরফে রাজু ওরফে ইসমাঈল ...