Friday, August 6, 2021

তানোরে শনিবার থেকে শুরু হবে টিকাদান কার্যক্রম .....!

 কোভিড ১৯ সংক্রমণ প্রতিরোধে আগামী শনিবার রাজশাহীর তানোর উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে একযোগে শুরু হবে টিকাদান কার্যক্রম। এই উপজেলায় প্রতিদিন প্রতিটি ইউনিয়নের ৩টি বুথে মোট ৬০০ ডোজ টিকা দেওয়া হবে। এভাবে তিন দিনে তিন ওয়ার্ডের ১৮০০ জন পাবেন করোনার টিকা। আর মুন্ডুমালা ও তানোর পৌরসভায় একটি করে ২টি বুথে প্রতিদিন ২৫০ ডোজ করোনার ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নের একেকটি ওয়ার্ডের প্রতিদিন ২০০ ডোজ করোনার টিকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগের মতো টিকাদান কার্যক্রম চলবে। তানোরে নয়টি টিকাকেন্দ্রে থাকবে ২৩টি বুথ। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক। তিনি বলেন, ‘প্রত্যেক ইউনিয়নের জন্য ৬০০ করে তিন দিনে ১৮০০ টিকা বরাদ্দ। আর প্রত্যেক পৌর এলাকার জন্য ২৫০ করে ৩ দিনে ৭৫০ টিকা বরাদ্দ। এর পরের ধাপগুলোও এভাবেই এগোবে।’
বাড়তি চাপ সম্পর্কে ডা. বার্নাবাস হাঁসদাক আরও বলেন, ১৮ বছরের ঊর্ধ্বে যাদের ভোটার আইডি কার্ড আছে রেজিস্ট্রেশন সাপেক্ষে কেবল তারাই পাবেন টিকা।




No comments:

Post a Comment

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার পরিকল্পনা করেছিল .... ফোরকান

  অনলাইনে বিভিন্ন সিক্রেট অ্যাপ ব্যবহার করে বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হাসান ওরফে রাজু ওরফে ইসমাঈল ...