Wednesday, May 27, 2020

ঈদ বিনোদনে "‘বরিশাইল্লা ঈদ সং’"

💥💥💥.ইউটিউবার মারজিয়া মিমিরি সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই পার্টি সং সম্প্রতি প্রকাশিত হয় তারই ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই গানটি। করোনার মধ্যে বাসা আর বাসার ছাদে হয়েছে মিউজিক ভিডিওটির শুটিং।
করোনা পরিস্থিতিতে বদলে গেছে জীবনযাত্রা, বদলে গেছে বিনোদনের ধারাও। তবে থেমে থাকার উপায় নেই মোটেও। ঘরবন্দি এমন ঈদেও বিনোদনে কিছুটা ভিন্নমাত্রা যোগ করলো বরিশালের ভাষায় নির্মিত ঈদের গানের মিউজিক ভিডিও ‘বরিশাইল্লা ঈদ সং’।
মিউজিক ভিডিওতে মূলত ঈদে গতানুগতিক যেসব আয়োজন থাকে সেসবই উপস্থাপন করা হয়েছে বরিশালের ভাষায়; উল্লেখ করা হয়েছে বরিশালের কিছু ঐতিহ্যবাহী খাবারের নাম ও তুলে ধরা হয়েছে করোনা প্রতিরোধে সচেতনতার কথাও।



No comments:

Post a Comment

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার পরিকল্পনা করেছিল .... ফোরকান

  অনলাইনে বিভিন্ন সিক্রেট অ্যাপ ব্যবহার করে বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হাসান ওরফে রাজু ওরফে ইসমাঈল ...