রাজশাহীর তানোরে আজিম উদ্দীন (৪২) নামে এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তানোর থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সরনজাই ইউনিয়নের কাজীপাড়া গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আজিম ওই গ্রামের ইসহাক আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুরে সরনজাই ইউনিয়নের কাজীপাড়া গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আজিম ওই গ্রামের ইসহাক আলীর ছেলে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সংসারের অর্থনৈতিক সংকটের জন্য এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
তবে এলাকাবাসী জানান, আজিম উদ্দিন খুব ভালো মানুষ। তার সাথে এলাকার কারো কোন দ্বন্দ্ব-বিবাদ নাই। সরনজাই বাজারে সিট কাপড়ের দোকান করতো। কি কারণে আজিম উদ্দীন আত্মহত্যা করলো, তা বুঝে উঠতে পারছেন না এলাকাবাসী !
No comments:
Post a Comment