গতকাল দিনাজপুর শহরের জাবেদ ইন্টার্নেশনাল আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার দায়ে হোটেল ম্যানেজার ও হোটেলবয় সহ দুই জোড়া কপোত-কপোতি কে আটক করে কতোয়ালি থানা পুলিশ। ৪ অক্টোবর রবিবার দুপুরে শহরের বাহাদুর বাজার এলাকার জাবেদ সুপার মার্কেটের ৩য় তলায় জাবেদ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার দায়ে তাদের আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃত কপোত-কপোতিরা হলেন- পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মৃত মফেজ কাপুড়িয়ার ছেলে বাচ্চু আলী লিমন (২৭)। একই উপজেলার শিমুল ঝারী এলাকার আলব্রীকুস হাঁসদার মেয়ে লতা হাঁসদা (২০)। জেলার কাহারোল উপজেলার উচিতপুর এলাকার মিজানুর রহমান আশিক (২৮)। একই উপজেলার তানিয়া মহন্ত (১৮)। ও এছাড়া হোটেল ম্যানেজার আব্দুর রহিম রাকিব (৪০)। ও হোটেল বয় ফারুক হোসেন (২৮)। উক্ত ঘটনায় পুলিশ ইন্সপেক্টর মোঃ জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের বাহাদুর বাজার এলাকার জাবেদ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। এ সময় পুলিশের একটি দল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২ জোড়া কোপত কোপতি, হোটেল ম্যানেজার ও বয় সহ ৬ জনকে অসামাজিক কার্যকলাপের দায়ে গ্রেফতার করা হয়। এ বিষয়ে হোটেল মালিক মোজাফফর হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।
Subscribe to:
Post Comments (Atom)
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার পরিকল্পনা করেছিল .... ফোরকান
অনলাইনে বিভিন্ন সিক্রেট অ্যাপ ব্যবহার করে বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হাসান ওরফে রাজু ওরফে ইসমাঈল ...
-
রাজশাহীর তানোর উপজেলায় একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে তানোরের লালপুর ও আড়াদীঘি গ্রামের মাঝামাঝি স্থানে আলুর ...
-
💥 💥 💥 . বাংলাদেশে সূর্যগ্রহণ হয়েছে। রোববার (২১ জুন) বেলা ১১টা ১৭ মিনিটে রাজশাহী বিভাগে সূর্যগ্রহণ শুরু হয়। ঢাকায় শুরু হয়েছে ১১টা ২৩ মিনি...
No comments:
Post a Comment